উয়েফা নেশন্স লিগে রোববার পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড। ২-১ গোলে দ্য লায়ন্স শিবির হারিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা বেলজিয়ামকে।
ওয়েম্বলি স্টেডিয়ামে বেলজিয়ামকে আতিথ্য দেয় ইংল্যান্ড। ম্যাচের ১১ মিনিটে ইয়ানিক কারাসকো ইংল্যান্ডের জালে বড় জড়ালেও অফ সাইডের কারণে গোল বাতিল করে দেন রেফরি।
চার মিনিট পর নিজেদের ডি বক্সে ইংলিশ ডিফেন্ডার এরিক ডায়ার রোমেলো লুকাকুকে ফাউল করলে পেনাল্টি পায় বেলজিয়াম। সুযোগ কাজে লাগিয়ে দলকে লিড এনে দেন এই স্ট্রাইকার।
৩৭ মিনিটে ইংল্যান্ডের ভুলের পুনরাবৃত্তি করে বেলজিয়াম। ডি বক্সে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান মার্কোস রাশফোর্ড। ৬৫ মিনিটে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন চেলসির তরুণ মিডফিল্ডার মেসন মাউন্ট।
Discussion about this post