দেশে খুচরা পর্যায়ে আলুর দাম ৩০ টাকা কেজি নির্ধারণ করে দিয়েছে সরকার। হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলুর দাম বেধে দেওয়া হয়েছে, ২৩ টাকা। সকালে দাম নির্ধারণের বিজ্ঞপ্তি জারি করেছে, কৃষি বিপণন অধিদফতর।
গেল কয়েকদিন ধরে আলুর বাজারে নৈরাজ্য দেখা দেয়। রাজধানীর বাজারে বিক্রি হয়, মান ভেদে ৫০ থেকে ৬০ টাকা।
কৃষি বিপণন অধিদফতর বলছে, খুচরা পর্যায়ে দামের এই উলম্ফন কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে নজরদারি জোরদার করার জন্যে জেলা প্রশাসক ও জেলা বাজার কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বছরে আলুর চাহিদা প্রায় ৭৭ লাখ টন। চলতি মৌসুমে উৎপাদন হয়েছে এক কোটি টন। বিপুল পরিমাণ আলু উদ্বৃত্ত থাকার পরও এবার দামে রেকর্ড তৈরি হয়।
ক্রেতাদের অভিযোগ, দাম বাড়ানোর জন্যই কৃত্রিম সংকট তৈরি করছেন ব্যবসায়ীরা।
Discussion about this post