ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাটুরিয়া ঘাট এলাকায় বাড়ির পাশে খেলতে গিয়ে লাশ হয়ে ফিরল পাঁচ বছরের শিশু সেলিম। বুধবার (১৪ অক্টোবর) সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই শিশুটি বাড়ির পাশের রাস্তার বেরুলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার পাটুরিয়ার ৫নং ঘাটের ছোট গাড়ির টিকেট কাউন্টারের দিকে দ্রুত যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের চাপায় ঘটনাস্থলেই মারা যায় সেলিম। পরে ঘাটের দায়িত্বপ্রাপ্ত ও শিবালয় থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এছাড়াও ওই প্রাইভেটকারটি জব্দ করে শিবালয় থানা পুলিশ।
নিহত সেলিমের প্রতিবেশী মো. মতিউর রহমান জানান, মোটরমেকানিক মো. লাভলু মিয়ার একমাত্র ছেলে সেলিম বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে ওই প্রাইভেটকারটি সেলিমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির জানান, ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকারে থাকা চালক ও মালিক ঘাটেই গাড়িটি রেখে পালিয়েছেন। তাদের আটকে অভিযান চলছে।