প্রবেশনে মুক্তি পেল সুনামগঞ্জের ১৪ শিশু

সুনামগঞ্জে ১০টি মামলার ১৪ শিশুকে এক বছরের প্রবেশনে মুক্তি দিয়েছেন শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন।

বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আদালত এ রায় প্রদান করেন।

আদালতের আদেশ অনুযায়ী শিশুরা তাদের পারিবারের সঙ্গে থেকে নিজ নিজ ধর্মীয় অনুশাসন পালন করবে। এ বিষয়টি দেখভাল করবেন প্রবেশন কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান।

তিনি জানান, মুক্তিপ্রাপ্ত এসব শিশুরা বাবা-মায়ের আদেশ মেনে চলা, বাবা মায়ের সেবাযত্ন করা, ধর্মীয় অনুশাসন মেনে চলা, নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করা এসবের মধ্যে চলতে হবে।

এছাড়াও প্রত্যেকে কমপক্ষে ২০টি করে গাছ লাগানো ও গাছের পরিচর্যা করা, অসৎ সঙ্গ ত্যাগ করা, মাদক থেকে দূরে থাকা, ভবিষ্যতে কোন অপরাধের সঙ্গে নিজেকে না জড়ানোর শর্তে তাদেরকে প্রবেশনে মুক্তি দেয়া হয় বলে জানান তিনি।

শিশুরা মাদক দ্রব্য, তথ্য যোগাযোগ প্রযুক্তি, জুয়া, নারী শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার আসামি ছিল।

জেলা প্রবেশন কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান আরো বলেন, আদালত শিশুদের প্রবেশনে মুক্তি দিয়েছেন।

নারী ও শিশু আদালতের পিপি নান্টু রায় বলেন, আদালত শিশুদের সংশোধনের জন্য এ রায় দিয়েছেন।