কিশোরগঞ্জের কটিয়াদিতে মাটি চাপা অবস্থায় স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদের হত্যা করেছে নিহতের ছোট ভাই দীন ইসলাম।
এ তথ্য নিশ্চিত করেছেন কটিয়াদি থানার ওসি। তিনি জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয় দীন ইসলামসহ পরিবারের চার সদস্যকে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীন ইসলাম হত্যার দায় স্বীকার করে। জানায়, শাবল দিয়ে ভাই আসাদ মিয়া, ভাবী এবং শিশু সন্তানকে শাবল দিয়ে আঘাত করে হত্যার পর মাটি চাপা দেয়।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। গেলো বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন জামষাইট গ্রামের আসাদ মিয়া, তার স্ত্রী পারভীন আক্তার ও শিশুপুত্র লিয়ন। ওইদিন রাতেই আসাদের মেজো ছেলে বিষয়টি পুলিশকে জানায়। গতকাল সন্ধ্যায় বাড়ির পেছন থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাড়িতে গিয়ে বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদের সময় একটি জায়গায় মাটি একটু আলগা অবস্থায় দেখা যায়। পরে মাটি খুঁড়ে তিন জনের মরদেহ পাওয়া যায়।
Discussion about this post