করোনা মহামারির পরিস্থিতিতে ভুল পথে হাঁটছে যুক্তরাষ্ট্র। এ অবস্থা চলতে থাকলে আরও ভয়াবহ পরিণতি দেখতে হবে দেশের মানুষকে। ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দিয়েছেন মার্কিন সংক্রমণ ও রোগতত্ত্ব বিষয়ক প্রধান অ্যান্থনি ফাউচি।
নির্বাচনী প্রচারণা থেকে ব্যাপক হারে করোনা বিস্তারের আশঙ্কা জানিয়েছেন তিনি। প্রধান দুই প্রার্থীকে নিয়েও মন্তব্য করেন ফাউচি। তিনি বলেন, জো বাইডেন করোনাভাইরাসকে জনস্বাস্থ্য বিষয়ক সমস্যা হিসেবে দেখলেও পুরোপুরি ভিন্ন চিন্তাধারা ডোনাল্ড ট্রাম্পের। ফাউচির দাবি, কেবল অর্থনৈতিক দিকটিই বিবেচনা করেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, মহামারির সেকেন্ড ওয়েভ ঠেকাতে কড়াকড়ি অব্যাহত ফ্রান্স, বেলজিয়াম, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে। ৫ নভেম্বর থেকে পুরোপুরি লকডাউনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য। রোববার ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, গত এপ্রিলে বাবার পাশাপাশি করোনা সংক্রমিত হয়েছিলেন যুবরাজ উইলিয়ামও।
Discussion about this post